ঢাকাশুক্রবার , ২০ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে করোনায় মৃত্যু ২০০ ছাড়াল

প্রতিবেদক
-
আগস্ট ২০, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সবশেষ জেলায় গত ১৮ আগস্ট করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ২০২ জনে। কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনায় বেশি মৃত্যু হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলায়। এখানে মৃতের সংখ্যা ৭০। এর পরের সংখ্যাটি ভৈরবের। ভৈরবে মৃত্যু হয়েছে ৪১ জনের। এছাড়া কটিয়াদীতে ১৭ জন, বাজিতপুরে ১৭ জন, পাকুন্দিয়ায় ১৪ জন, কুলিয়ারচরে ১১ জন, করিমগঞ্জে ১০ জন, হোসেনপুরে ৮ জন, নিকলীতে ৭ জন, তাড়াইলে ৫ জন, ইটনায় ১ জন ও মিঠামইনে ১ জন মৃত্যুবরণ করেছেন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, জেলার ১৩ টি উপজেলায় এ পর্যন্ত (১৯ আগস্ট পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৬২ জন। আর সুস্থ হয়েছেন ৮ হাজার ১০৯ জন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৫১ জন। হোম কোয়ারেন্টাইনে/ আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৯০৪ জন এবং হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ৪৭ জন।

গণটিকা দেওয়া শুরু হওয়ার পর থেকে কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমে গেছে জানা গেছে।

গত ১৯ জুন থেকে এ পর্যন্ত সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ লক্ষ ৭৫ হাজার ৮৬৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১৭ হাজার ১৪৪ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ হাজার ৮৬১ জন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৪ লক্ষ ৪৩ হাজার ৪৪২ জন।

আপনার মন্তব্য করুন