কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: সৌদি আরবের রিয়াদে পাহাড় থেকে পড়ে মো. হাদিউল ইসলাম (২৪) নামে প্রবাসী এক যুবক প্রাণ হারিয়েছেন। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের গোয়াতলা গ্রামের মো. দুলু মিয়ার ছেলে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রিয়াদ শহরের পাশে একটি পাহাড়ে কর্মরত অবস্থায় সেখান থেকে নীচে পড়ে যান হাদিউল । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি তার সহকর্মী শ্রমিক একই উপজেলার হৃদয় মিয়া রাতে মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদেরকে জানিয়েছেন।
নিহত হাদিউল ইসলামের চাচা আবু কালাম জানান, চার বছর পূর্বে হাদিউল সৌদি আরবে যায় । এরমধ্যে সে আর দেশে ফিরেনি। তার মৃত্যুর খবরে পরিবারে বইছে শোকের মাতম। তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আপনার মন্তব্য করুন