স্পোর্টস রিপোর্টার: মোবাইল আসক্তি থেকে শিশুদেরকে বাঁচাতে আজ সোমবার কিশোরগঞ্জের করিমগঞ্জে ফুটবল খেলার আয়োজন করা হয়।
করিমগঞ্জ উপজেলার ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এমরান আলী ভাইয়া।
নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায়। খেলায় সিফাতুল ইসলাম স্বাধিনের দল ২–১ গোলে ফয়েজের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নিরব। খেলা পরিচালনা করেন হুমায়ূন কবীর, এমদাদুল হক রিপন ও হৃদয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেন আয়োজক এমরান আলী ভূইয়া। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হয়।
আয়োজক এমরান আলী ভূইয়া বলেন, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা মোবাইল গেমে আসক্ত হচ্ছে। তাদেরকে সুস্থ বিনোদন দিতেই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি তালাত আজিজ ও নিউজ বাংলা টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল।