ক্রীড়া প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনুর্ধ-১৭) কিশোরগঞ্জ জেলা দল জয় দিয়ে শুভ সূচনা করেছে। আজ বৃহস্পতিবার বিকালে ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলু রহমান।
উদ্বোধনী দিনে কিশোরগঞ্জ জেলা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সিগঞ্জ জেলা দল। বালক বিভাগে মুন্সিগঞ্জ জেলার বিপক্ষে ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই দুই গোলে পিছিয়ে যায় কিশোরগঞ্জ। ম্যাচের শেষ পাঁচ মিনিটে দুই গোল দিয়ে সমতায় ফেরে কিশোরগঞ্জ জেলা দল। শেষে টাইব্রেকারে ৬-৫ গোলে জয় নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে (বালিকা অনুর্ধ-১৭) সহজ জয় পেয়েছে মানিকগঞ্জ জেলা দল। তারা গাজীপুর জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে।
টুর্নামেন্টে ঢাকা বিভাগের ১৩ টি জেলা এবং ঢাকা সিটি কর্পোরেশনসহ ১৪ টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের উপ পরিচালক মো. নূরুল ইসলাম ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক মো. তারিকউজ্জামান, মো. আখতারুজ্জামান ও ঢাকা বিভাগের জেলা ক্রীড়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।