ঢাকাSunday , 10 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

রফিকুল হক দাদুভাই আর নেই

প্রতিবেদক
-
October 10, 2021 5:05 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: খ্যাতিমান ছড়াকার, শিশু সংগঠক, প্রবীণ সাংবাদিক  রফিকুল হক দাদুভাই আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রবিবার সকালে ঢাকার মুগদাপাড়ার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল ৮৬ বছর তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

রবিবার বাদ আসর তার সর্বশেষ কর্মস্থল দৈনিক যুগান্তর বাদ মাগরিব ২০১ মধ্যবাসাবো (সবুজবাগ থানা) সংলগ্ন বিশ্ব রোড জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে

দাদুভাই তার দীর্ঘ কর্মজীবনে দৈনিক পূর্বদেশ, কিশোর বাংলা, দৈনিক জনতা, দৈনিক রূপালী, সবশেষ দৈনিক যুগান্তরে ছিলেন তিনি শিশু কিশোর সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতাতিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ছিলেন।

রফিকুল হক দাদুভাই শুধু দেশবরেণ্য ছড়াকারই নন, একজন স্বনামধন্য গীতিকার ও নাট্যকার হিসেবেও তার খ্যাতি রয়েছে। শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০০৯ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপ লাভ করেন। গত বছর তাকে বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়।

আপনার মন্তব্য করুন