ঢাকাSunday , 31 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রাজা সিরাজ আর নেই

প্রতিবেদক
-
October 31, 2021 11:20 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক, দৈনিক খবরের সাবেক বার্তা সম্পাদক রাজা সিরাজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার রাতেই তার লাশ নিজ গ্রাম কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লারচরে নিয়ে আসার কথা রয়েছে। সোমবার সকাল ১১ টায় সাদুল্লারচর বাজার মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সুত্রসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর থেকে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। মিরপুরের বাসায় তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

সাংবাদিক রাজা সিরাজ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

তার মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু গভীর শোক জানিযেছেন। তারা এক শোক বার্তায় তার আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার মন্তব্য করুন