ক্রীড়া প্রতিবেদক: আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনুর্ধ্ব-১৯ এর কিশোরগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ডাবল শিরোপা জিতেছে কিশোরগঞ্জ সদর উপজেলা।
ফাইনাল ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বালক বিভাগে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কিশোরগঞ্জ সদর এবং কটিয়াদী উপজেলা। ৩৫-১৪ পয়েন্টের ব্যবধানে শিরোপা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর বালক দল। অপরদিকে বালিকা বিভাগেও বড় জয় পেয়েছে সদর উপজেলা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল পাকুন্দিয়া উপজেলা। একচেটিয়া আধিপত্য নিয়ে ৫৩-০৭ পয়েন্টের বড় ব্যবধানে শিরোপা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর বালিকা দল।
সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ, সদর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার।
বালক বিভাগে রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন এম. এ কাহহার এবং সহকারী রেফারি ছিলেন এম. আব্দুল্লাহ। স্কোরার ছিলেন মো. হারুন অর রশিদ। চয়ন দত্ত ও এখলাছ উদ্দিন ছিলেন লাইন জাজ। বালিকা বিভাগে খেলা পরিচালনায় ছিলেন রেফারি রিপেল হাসান চৌধুরী এবং সহকারী রেফারি ছিলেন নূরুল ইসলাম খান শামীম। স্কোরার ছিলেন জি. এম ইয়াহহিয়া ভূইয়া। লাইন জাজের দায়িত্বে ছিলেন ছাইদুর রহমান ও আবুল কাসেম।
ইলহাম অটো রাইস মিলস এর সৌজন্যে এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ জানিয়েছেন, টুর্নামেন্ট থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড় নিয়ে জেলা দল গঠন করা হবে, যারা অংশ নিবে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনুর্ধ্ব-১৯ এর আঞ্চলিক পর্যায়ে।