ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের ইনোভেটিভ আইডিয়া “ফ্লিক” এর আওতায় কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো নারী হকি প্রতিযোগিতা। বুধবার কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়।
সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে নারী হকি প্রতিযোগিতায় অংশ নেয় কিশোরগঞ্জ সদর উপজেলার চারটি স্কুল। দিনের প্রথম ম্যাচে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বিপক্ষে ২–০ গোলে জয় পায় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়। আরেক ম্যাচে হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়কে ১–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। শিরোপা নির্ধারণী ম্যাচে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামে টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। শেষ পর্যন্ত ২–০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়। ফাইনাল ম্যাচে একটি করে গোল করেন রাত্রি এবং রেশনা।
ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী, ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল হক শেখরসহ আরও অনেকেই। অনুষ্ঠানে সভপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল–আমিন।
জেলা ক্রীড়া অফিসার জানান, প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ২০ জন প্রতিভাবান খেলোয়াড়কে ১৫ দিনের প্রশিক্ষণ দেয়া হবে। কোচের দায়িত্ব পালন করবেন সুমি আক্তার এবং তানহা তারান্নুম।