নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যেই হোক ক্ষমতাকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। কোন অবস্থাতেই ক্ষমতার অপপ্রয়োগ করা যাবেনা।
বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জনপ্রতিনিধি, প্রশাসনসহ সকলকে কাজ করতে হবে।
রাষ্ট্রপতি কিশোর গ্যাং প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশে দেন তিনি।
কিশোরগঞ্জ শহরের যানজট প্রসঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, অত্যধিক ইজিবাইক, অটোরিকশা এবং রাস্তার পাশে যেখানে–সেখানে স্থাপনা নির্মাণের ফলে যানজট প্রকট হচ্ছে। যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
কিশোরগঞ্জের নরসুন্দা নদীকে এখানকার ঐতিহ্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ময়লা–আবর্জনা ফেলায় এই নদী প্রবাহ হারাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। দূষণ রোধে এবং নদী রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
দেশে স্বাস্থ্য খাতের উন্নয়ন তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ। এর ফলে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী।
মতবিনিময় সভায় কিশোরগঞ্জ-৪ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিসহ রাষ্ট্রপতির সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
রাত প্রায় ১১টা পর্যন্ত চলে সভাটি।
এর আগে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীরা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ. ন. ম নৌশাদ খান কলেজের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাতদিনের সফর শেষে বৃহস্পতিবার বিকালে ঢাকায় ফিরে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।