ক্রীড়া প্রতিবেদক: বিকেএসপিতে ক্রিকেট ও ফুটবল বিভাগের পরিচালনায় তিন সপ্তাহব্যাপী কোচেস সার্টিফিকেট কোর্স বৃহস্পতিবার শেষ হয়েছে। পরে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে কোর্স মূল্যায়ন সনদপত্র প্রদান করা হয়।
বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো: আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাজহারুল হক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করেন। মহা পরিচালক তার বক্তব্যে তৃণমূল পর্যয়ে খেলাধুলাকে সঠিক নিয়ম ও যুগোপযোগী করার ক্ষেত্রে কোচেস সার্টিফিকেট কোর্স সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন। তিনি কোর্সে অংশগ্রহনকারী সকলকে বিকেএসপির অ্যাম্বাসেডর আখ্যা দিয়ে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় সংগ্রহের পাইপলাইন সৃষ্টিতে কোর্সে অংশগ্রহণকারীদের সহযোগিতা কামনা করেন।
এবারের কোর্স পরিকল্পনায় বিকেএসপির ক্রিকেট ও ফুটবল বিভগের বিদেশী কোচ ও ক্রিকেট উপদেষ্টা নাজমূল আবেদিন ফাহীম এর অন্তর্ভূক্তিতে কোর্স দুটির গুণগতমান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। কোর্স দুটিতে দেশের বিভিন্ন জেলা ও সংস্থা থেকে ৫৮ জন অংশগ্রহণ করেন। এরমধ্যে ক্রিকেটে ২৮ জন ও ফুটবলে ৩০ জন।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো. মিজানুর রহমান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আনোয়ার হোসেন ও ক্রীড়া কলেজের অধ্যক্ষ লেফটেনেন্ট কর্ণেল মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্রিকেট বিভাগের চিফ কোচ মাসুদ হাসান।
বিকেএসপির মৌলিক কার্যক্রমগুলোর মধ্যে কোচেস সার্টিফিকেট কোর্স অন্যতম।