নিজস্ব প্রতিবেদক: সার্টিফিকেটভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রাইভেট পড়ানোর প্রতি অভিভাবকদের উদ্বুদ্ধ করে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ তৈরি হচ্ছে। এ কারণে শিক্ষাখাতে অভিভাবকদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা সরকারের বিনামূল্যে শিক্ষার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা প্রাইভেট পড়ানোর মত সক্ষমতা না থাকায় বৈষম্যও তৈরি করেছে।
কিশোরগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম আয়োজিত শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে পলিসি ডায়লগ অনুষ্ঠানে এ তথ্য উপস্থাপন করা হয়। বুধবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে এ ডায়লগ অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অধ্যক্ষ রবীন্দ্র নাথ চৌধুরীর সভাপতিত্বে ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক।
অনুষ্ঠানে আরও জানানো হয়, জেলায় শিক্ষার হার (৫ বছর ও তদুর্ধ্ব) ৫২ দশমিক ০৮ শতাংশ। বাল্য বিয়ের দিক থেকে কিশোরগঞ্জের অবস্থান দ্বিতীয় অবস্থানে বলেও জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার গুণগত মানোন্নয়নে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে দক্ষ শিক্ষক নিয়োগ, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ, কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলা, প্রাইভেট বা কোচিংয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন, পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করাসহ বেশকিছু সুপারিশ উপস্থাপন করা হয়।
ডায়লগ অনুষ্ঠানে পজিশন পেপার উপস্থাপন করেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের পরামর্শক মো. মনিরুজ্জামান। উন্মুক্ত আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী করিমউল্লাহ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, সাংস্কৃতিক কর্মী ম.ম জুয়েল, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ। কারিগরি সহায়তায় ছিলেন পলিসি ফর ডায়লগ এর ফেসিলেটর নূরে আলম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মীর আশরাফ উদ্দিন।