ঢাকাWednesday , 22 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

প্রতিবেদক
-
October 22, 2025 12:51 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় নাজমুল হক (২৮) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি ভৈরব হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল হক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ও ২ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাহাবুর রহমান।  তিনি জানান,  মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, নাজমুল, আনিসুর রহমান, শাহ আহসান হাবিবসহ পুলিশের একটি দল রাত্রীকালীন জরুরী ডিউটিতে ছিলেন। কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভৈরব গামী লেনে পুলিশের ভ্যানের পাশে দাঁড়িয়েছিলেন কনস্টেবল নাজমুল হক। এমন সময় ভৈরবগামী একটি ট্রাক দ্রুত গতিতে পুলিশের পিকআপ ভ্যানের পিছন দিকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি বাম পাশে নিচে পড়ে যায়। গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল হক মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকর মৃত ঘোষণা করেন।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নাজমুল হক টাঙ্গাইল জেলার গোড়াই  হাইওয়ে থানা থেকে বদলী হয়ে গত বছরের ৪ অক্টোবর ভৈরব হাইওয়ে থানায় যোগদান করেন।

আপনার মন্তব্য করুন