ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

প্রতিবেদক
-
October 17, 2025 4:10 pm
Link Copied!

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে শ্রীকৃষ্ণ দাস (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার সকালে এলংজুরী এলাকার পাশে ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। 

নিখোঁজ শ্রীকৃষ্ণ দাস এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে। 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭ টার দিকে একটি ডিঙি নৌকায় করে বাড়ির পাশে ধনু নদীতে মাছ ধরতে যান তিনি। এ সময় তার আশেপাশে আরও কয়েকজন জেলে মাছ ধরছিল। সকাল ৮ টার দিকে তারা হঠাৎ দেখতে পান নৌকায় জাল, মোবাইল পড়ে থাকলেও শ্রীকৃষ্ণ দাস নেই। পরে বাড়িতে খবর দেন তারা। 

স্বজনদের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে ইটনা নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস জানান, গতকাল থেকেই শরীরে জ্বর ছিল শ্রীকৃষ্ণ দাসের। তারপরও জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার কোনো এক সময় হয়তো নদীতে পড়ে গেছেন তিনি। 

বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। 

এলংজুরী এলাকার আশিক দাস জানান, গত দুই বছর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণ দাসের স্ত্রী মারা গেছেন। তার পরিবারে একটি মেয়ে ও দুটি ছেলে সন্তান রয়েছে।

আপনার মন্তব্য করুন