অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন পুজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার মণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন তিনি। নগদ অর্থ পেয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
স্থানীয়রা মনে করছেন, ধর্মীয় উৎসবে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করলে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। এ ধরণের উদ্যোগ শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে না, বরং স্থানীয় উন্নয়ন ও সামাজিক সহযোগিতার পথও প্রশস্ত করে।
জননেতা তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়েছে উল্লেখ করে এমপি প্রার্থী সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে নির্বাচিত হলে জনগণের পাশে থেকে এভাবেই কাজ চালিয়ে যেতে চাই।
এসময় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম মোশারফ উদ্দিন হালিম, তথ্য বিষয়ক সম্পাদক রাজিব হাসান খান, কৃষক দলের আহবায়ক মোঃ ইউনুস আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জুয়েল মিয়া, মৎস্যজীবি দলের আহবায়ক মাহফুজ আলম খান, তাঁতী দলের আহবায়ক মো. আবু সুফিয়ান, যুবদল নেতা জিয়াউর রহমান, ছাত্রদলের যুগ্ম আহবায়ক তফসিরসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।