নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ আটক দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকালে সদর উপজেলার যশোদল বানিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
আটক দুজন হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাকুয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আবু তাহের (৪২) ও কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া জামতলা এলাকার হরিবতল দাসের ছেলে কৃষ্ণা দাস (২৮)।
কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত)মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার বিকাল ৩ টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল যশোদল বানিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা জব্দ করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিন অর রশিদ ও মো. সুফি সাজ্জাত আল ফোজায়েলের কাছে প্রসিকিউশন দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামি দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।