ক্রীড়া প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর প্রতিযোগিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগ।
ঢাকার মোহাম্মপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালকদের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে মাঠে নামে খুলনা বিভাগ। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে রাজশাহী বিভাগ। নিবাস এবং হাবিবুর রহমান করেন একটি করে গোল। দিনের আরেক ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ২-০ গোলের জয় পায় সিলেট বিভাগ। একটি করে গোল করেন অনিক এবং রাহাত। দিনের শেষ ম্যাচে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে মাঠে নামে গত আসরের রানার্স আপ চট্টগ্রাম বিভাগ। জমজমাট এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। গোলশূন্য থাকা ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলে জয় নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগ।
এদিকে শুক্রবার থেকে শুরু হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিক (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর জাতীয় পর্যায়ের খেলা। শুক্রবার প্রথমদিন অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। প্রথম ম্যাচে খুলনা-বরিশাল বিভাগ, দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম-রংপুর বিভাগ, তৃতীয় ম্যাচে ময়মনসিংহ-সিলেট বিভাগ এবং চতুর্থ ম্যাচে মাঠে নামবে রাজশাহী-ঢাকা বিভাগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই প্রতিযোগিতার সার্বিক সহযোগিতা করছে ক্রীড়া পরিদপ্তর।