ক্রীড়া প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব–১৭) এর ফাইনালে উঠেছে রাজশাহী এবং সিলেট বিভাগ। এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব–১৭) ২০২১ এর ফাইনালে জায়গা করে নিয়েছে ময়মনসিংহ এবং রংপুর বিভাগ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালক এবং বালিকাদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের চারটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বালিকাদের প্রথম ম্যাচে মাঠে নামে রংপুর এবং খুলনা বিভাগ। ম্যাচে ৩–০ গোলে জিতে শিরোপার লড়াইয়ে টিকে থাকে রংপুর বিভাগ। লিভা আক্তার ২টি এবং রেখা আক্তার করেন ১টি করে গোল। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিভাগকে একমাত্র গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ময়মনসিংহ বিভাগ। ম্যাচের একমাত্র গোলটি করেন ময়মনসিংহ বিভাগের সিনহা জাহান শিখা।
একই মাঠে দিনের তৃতীয় ম্যাচে বালকদের সেমিফাইনালে মাঠে নামে ঢাকা এবং রাজশাহী বিভাগ। বালিকাদের বিভাগে হেরে গেলেও বালকদের বিভাগে চমক দেখায় রাজশাহীর ছেলেরা। ঢাকা বিভাগকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন রাজশাহী বিভাগের হাবিবুর রহমান। এদিকে জমজমাট লড়াই হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম ৫ শটেও ৪-৪ গোলের সমতা। শেষ পর্যন্ত সাডেন ডেথে ৮-৭ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইলো সিলেট বিভাগ। আগামী ৯ ডিসেম্বর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপার লড়াইয়ে বালকদের বিভাগে মুখোমুখি হবে সিলেট এবং রাজশাহী বিভাগ এবং বালিকা বিভাগে লড়বে ময়মনসিংহ এবং রংপুর বিভাগ।