ঢাকারবিবার , ৫ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু বিকেএসপি কাপ প্রমিলা ক্রিকেট উদ্বোধন

প্রতিবেদক
-
ডিসেম্বর ৫, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: বিকেএসপিতে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু বিকেএসপি কাপ প্রমিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বিকেএসপি ৯ উইকেটের বিশাল ব্যবধানে আবাহনী লিমিটেডকে পরাজিত করে শুভ সূচনা করে। আবাহনী টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং বৃষ্টিবিঘ্নিত খেলায় ১৮ ওভারে ৭/৫৩ রান সংগ্রহ করে। ডিএলএস পদ্ধতিতে বিকেএসপিকে ১৫ ওভারে ৪৯ রানের টার্গেট দিলে বিকেএসপি খুব সহজেই ১০.৫ ওভারে ১/৫০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।  

এর আগে রবিবার সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম মাজহারুল হক টুর্নামেন্টের উদ্বোধন করেন। মহাপরিচালক তার সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুজিব জন্ম শতবর্ষকে স্মরণীয় করতে এবং বিকেএসপির ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন। দেশের স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে টুর্নামেন্টের আকর্ষণ অনেকাংশে বৃদ্ধি পাওয়ায় অংশগ্রহণকারী দলগুলোকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং লিমিটেড ক্লাব, রূপালী ব্যাংক লিমিটেড ক্রীড়া পরিষদ, খেলাঘর ক্রিকেট একাডেমি ও স্বাগতিক বিকেএসপিসহ মোট পাঁচটি দল অংশ নিয়েছে।

অপরদিকে রূপালী ব্যাংক ও খেলাঘরের মধ্যকার খেলাটি বৃষ্টির কারণে না হওয়ায় দুই দল ১-১ পয়েন্ট লাভ করে।

বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো: আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য করুন