ক্রীড়া প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিকেএসপিতে আয়োজিত বঙ্গবন্ধু বিকেএসপি কাপ প্রমিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিকেএসপি। আকর্ষণীয় এ ফাইনালে বিকেএসপি ৮ উইকেটে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে পরাজিত করে।
বিকেএসপি টসে জয় লাভ করে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায়। বিকেএসপি তাদের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ের মাধ্যমে মোহামেডানকে ২০ ওভারে ৮/৭৮ রানের মধ্যে আটকে ফেলে। জবাবে বিকেএসপি অধিনায়ক ফারজানা হক লিসার অপরাজিত ৩৭ রানের ওপর ভর করে ১৮.৩ ওভারে অনায়াশে ২/৮০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।
ফাইনালে বিকেএসপির লিসা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের লিগ পর্যায়ে বিকেএসপি বৃষ্টিবিঘ্নিত ১টি খেলা ছাড়া বাকি সবগুলোতে জয়লাভ করে যোগ্যতর দল হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অর্জন করে। টুর্নামেন্টে স্বাগতিক বিকেএসপি ছাড়াও ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং লিমিটেড ক্লাব, রূপালী ব্যাংক লিমিটেড ক্রীড়া সংস্থা, খেলাঘর ক্রিকেট একাডেমি অংশ নেয়।
টুর্নামেন্টে ৮ উইকেট নিয়ে বেস্ট বোলার নির্বাচিত হন বিকেএসপির রাবেয়া, ৮৮ রান করে বেস্ট ব্যাটার নির্বাচিত হন রূপালী ব্যাংকের শামীমা এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বিকেএসপির রাবেয়া।
খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন পরিচালক ও বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক।