নিজস্ব প্রতিবেদক: বারি উদ্ভাবিত বীজ বপন যন্ত্র এবং রিপার এর পরীক্ষামূলক ব্যবহার অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে। সরেজমিন গবেষণা বিভাগ কিশোরগঞ্জ এর উদ্যোগে ফার্ম মেশিনারি বিভাগ গাজীপুর এর অর্থায়নে শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলার মৈশাখালী গ্রামে যন্ত্র দুটির পরীক্ষামূলক ব্যবহার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (গাজীপুর) মহা পরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. সামসুল আলম। সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা বিভাগের (গাজীপুর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মুহাম্মদ সহিদুজ্জামান।
প্রধান অতিথি ড. দেবাশীষ সরকার তার বক্তব্যে বলেন, কৃষিতে শ্রমের ঘাটতি থাকায় বর্তমান সরকার কৃষি যান্ত্রিকীকরণ এবং বাণিজ্যিকীকরণে গুরুত্ব দিয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হলে কৃষি যান্ত্রিকীকরণ অপরিহার্য। তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে বিভিন্ন ফসলের এ পর্যন্ত মোট ৫০টি লাগসই কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করেছে। এ কৃষি যন্ত্রপাতির মধ্যে অন্যতম হলো বারি বীজ বপন যন্ত্র। এর সাহায্যে বীজ বপন করলে বীজের পরিমাণ কম লাগে, সহজে আগাছা পরিষ্কার করা যায়, গাছ বেশি আলো–বাতাস পায় এবং সর্বোপরি উৎপাদন বাড়ে। পাওয়ার টিলারচালিত এই বীজ বপন যন্ত্র নির্দিষ্ট স্থানে ও সঠিক গভীরতায় সুষমভাবে বীজকে বপন করে। এটি ব্যবহারে প্রচলিত পদ্ধতির চেয়ে ১০ থেকে ৪০ শতাংশ বীজ কম লাগে এবং ফলনও ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি পায়। সবকিছু মিলিয়ে প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় ২৫% সময় ও খরচ কম লাগে। বারি উদ্ভাবিত আরেকটি চমৎকার যন্ত্র হলো রিপার। যেখানে প্রচলিতভাবে এক বিঘা জমির ধান কাটতে ৮–১০ জন শ্রমিক লাগে, সেখানে এর সাহায্যে এক ঘন্টায় এক বিঘা জমির ধান কর্তন করা যায়। এতে সময় ও খরচ অনেক বেঁচে যায়। ফলে কৃষক লাভবান হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফএমডিপি প্রকল্পের পিডি ড. মো. নুরুল আমিন ও কিশোরগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন। অনুষ্ঠানে এলাকার ৪০ জন কৃষক উপস্থিত ছিলেন।