বিশেষ সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গত বুধবার শহীদ কনস্টেবল গিয়াস উদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আকতার হোসেন। কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের সুযোগ–সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
একজন পুলিশ সদস্য গুরুতর অসুস্থ হওয়ায় সভায় জেলা পুলিশের পক্ষ থেকে অনুদান প্রদান করেন পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম–সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, মেডিকেল অফিসার ডা. বাকি বিল্লাহ, ডিআইও–১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
