অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামে ঘটনাটি ঘটে।
তিন শিশু হলো পশ্চিম আলীনগর গ্রামের মাইন্না বাড়ির আবুল কালামের ছেলে মো. মিশকাত (৫), মাসুক মিয়ার ছেলে মো. মাহিন (৬) ও সাত্তার মিয়ার ছেলে তানিল মিয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তিন শিশু বাড়ির সামনে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের বিলের পানিতে পড়ে যায় তারা। অনেকক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন স্বজনরা।
পরে বিলের পানিতে মিশকাত ও মাহিনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তানিলের মরদেহ উদ্ধার করেন।
মাহিনের চাচা মোবারক হোসেন বলেন, প্রতিদিনের মতোই ওরা তিনজন খেলা করছিল। কখন যে পানিতে পড়ে গেল, কেউ বুঝতেই পারিনি। অনেক খোঁজাখুজির পর বিলে তাদের লাশ পাওয়া যায়।
দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, একই গ্রামের তিন শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
