ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলায় দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১০ বালকদের নিয়ে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১। রবিবার ফাইনালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদকে হারিয়ে শিরোপা জিতেছে খেলার জগৎ ফুটবল একাডেমি।
কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে যায় খেলার জগৎ ফুটবল একাডেমি। তোফাজ্জল ২টি এবং জিহান করেন ১টি গোল। শেষ দিকে মাহফুজ ১ গোল করে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে খেলার জগৎ ফুটবল একাডেমি।
ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম, উত্তরা ফুটবল ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিয়া ভাই, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক মু. আব্দুল লতিফসহ আরো অনেকেই। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খেলার জগৎ ফুটবল একাডেমির জিহান। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন একই ক্লাবের তোফাজ্জল। সেরা গোলরক্ষক হয়েছেন বনগ্রাম ফুটবল একাডেমির সাজ্জাদ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলার ৮টি একাডেমি নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল মিয়া ভাই ফাউন্ডেশন।