ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ সদর উপজেলায় ডেভেলপমেন্ট কাপ ফুটবলের বাছাই

প্রতিবেদক
-
জানুয়ারি ১৬, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলার বাছাই দিয়ে শুরু হলো ক্রীড়া পরিদপ্তর এর ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব১৫) ২০২২ এর তৃনমূল পর্যায়ে কিশোরগঞ্জ জেলার বাছাই।  

রবিবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বাছাইয়ের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আলআমিন। অনুষ্ঠানে সভাপত্বি করেন কিশোরগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান শামীম।

সদর উপজেলার বাছাইয়ে অংশ নেয় ২৬ জন খেলোয়াড়। চূড়ান্তভাবে তিনজন খেলোয়াড়কে নির্বাচন করেন কোচ ইয়াহিয়া ভূইয়া রিপেল হাসান। নির্বাচিত তিনজন হলেন মো. জুবায়ের, আশরাফুল ইসলাম কামরুল ইসলাম।

আগামী ২০ জানুয়ারির মধ্যে কিশোরগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। তিনি আরও জানান, প্রতিটি উপজেলা থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আবাসিক ক্যাম্পের আয়োজন করা হবে। জেলা পর্যায়ের ক্যাম্প থেকে প্রতিভাবান খেলোয়াড়রা বিভাগীয় বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ পাবে। বাছাইকৃত বিভাগের খেলোয়াড়দের নিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আয়োজন করা হবে ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব১৫) ২০২২ টুর্নামেন্ট

বাছাইয়ে সার্বিক সহযোগিতা করছে উপজেলা ক্রীড়া সংস্থা।

আপনার মন্তব্য করুন