ঢাকাFriday , 28 January 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ছয় আবৃত্তি শিল্পী পেলেন বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক

প্রতিবেদক
-
January 28, 2022 3:57 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় আবৃত্তি উৎসব। বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

উৎসবে ছয় গুণী আবৃত্তি শিল্পীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় আবৃত্তি পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন ২০২০ সালের জন্য গোলাম মুস্তাফা (মরণোত্তর), ২০২১ সালের জন্য সৈয়দ হাসান ইমাম ও আশরাফুল আলম, ২০২২ এ জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী মদিনা ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

ছাড়া আবৃত্তি শিল্পে অবদানের জন্য টি প্রতিষ্ঠান ৫০ জন আবৃত্তি কর্মী সংগঠককে প্রদান করা বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক। 

আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে উৎসব। দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন

“জন্মের সুবর্ণে জাগো সম্প্রীতির স্বরে, মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে” স্লোগানে আয়োজিত উৎসবের উদ্বোধনী পর্বে জেলা পর্যায়ের আবৃত্তি সংগঠনগুলোর প্রতিনিধিরা স্থানীয় পর্যায় থেকে অনলাইনে যুক্ত হন। উদ্বোধনী অনুষ্ঠানটি কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট সম্মেলনকক্ষেও বড় পর্দায় প্রদর্শন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং কিশোরগঞ্জের আবৃত্তি শিল্পীসহ সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, এখন থেকে প্রতি বছর ১৭ মার্চ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ উৎসবের আয়োজন করবে।

আপনার মন্তব্য করুন