পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাকুন্দিয়া সদরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনের নেতৃত্বে একটি গ্রুপ ফুল দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেণু অভিযোগ করেন, সোহরাব সাহেব পূর্ব পরিকল্পিতভাবে তার লোকজনকে দিয়ে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রতিপক্ষের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, আমরা শহীদ মিনারে ফুল দিতে গিয়েছি, মারামারি করার জন্য নয়। শহীদ মিনারে ফুল দিতে যাবার সময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।