শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব–১৫) ২০২২ এর শিরোপা জিতেছে রাজশাহী বিভাগ। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন।
ফাইনালে অংশ নেয় রাজশাহী ও সিলেট বিভাগ। নির্ধারিত সময় গোলের দেখা পায়নি কোন দলই। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ৩–২ গোলে জিতে প্রথমবারের মত এই আসরের শিরোপা নিশ্চিত করে রাজশাহী বিভাগ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন রাজশাহী বিভাগের অধিনায়ক মেজবাহ আহম্মেদ। এছাড়া টুর্নামেন্টে ২ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রাজশাহী বিভাগের জাহিদুল ইসলাম। সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন রাজশাহী বিভাগের গোলকিপার গোবিন্দ চন্দ্র সাহা। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন মোল্লা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেখা রানী বালো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক কে এম আলী রেজা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় ২৩ ফেব্রুয়ারি থেকে আট বিভাগীয় দল নিয়ে শুরু হয়েছিল শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৫) এর অষ্টম আসর।
টুর্নামেন্টে প্রতিটি বিভাগ থেকে প্রতিভাবান ৬ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। যাদের নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ কক্সবাজারের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হবে শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট। এছাড়া বাছাইকৃত এ সকল প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর। (প্রেস বিজ্ঞপ্তি)