নিউজ একুশে ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ২৫ কেজি গাঁজাসহ ইমন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত সোয়া ১১টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নাটাই পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি তল্লাশি করে র্যাব। এ সময় গাড়িটির বডির নিচে বিশেষ কায়দায় টিন দিয়ে তৈরি বাক্সে রাখা ১১টি বান্ডিলে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার এবং ইমনকে গ্রেফতার করে। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত এনায়েতুর রহমানের ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার ইমনকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।