ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলায় শুরু হয়েছে ভলিবল লীগ চূড়ান্ত পর্বের খেলা। আজ মঙ্গলবার বিকালে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা এবং কিশোরগঞ্জ পৌরসভার আর্থিক সহযোগিতায় ১৬টি দল নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত পর্বের খেলা। এর আগে গত বছর বাছাই পর্বে অংশ নিয়েছিল ৫৬ টি দল। চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া ১৬ দল চারটি গ্রুপে লীগ পদ্ধতিতে খেলায় অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনে গুরুদয়াল সরকারি কলেজের দুটি মাঠে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচে কিশোরগঞ্জ ভলিবল একাডেমি ২–০ আব্দুল ওয়াহাব স্মৃতি সংসদ, কিশোরগঞ্জ ফুটবল একাডেমি ২–০ পাভেল কামাল স্মৃতি সংসদ, স্টারলিট স্পোর্টিং ক্লাব ২–০ সবুজ ভূইয়া স্মৃতি সংসদ, শালজান ভলিবল ক্লাব ২–০ চাঁদ স্মৃতি সংসদ, উকিলপাড়া স্পোর্টিং ক্লাব ২–০ থানেশ্বর সমাজ কল্যাণ সংঘ, উৎসাহ ক্রীড়া চক্র ২–০ আশুতিয়া ইয়াং স্পোর্টিং ক্লাব, মাতৃভাষা স্পোর্টিং ক্লাব ২–০ দিলীপ দাস গুপ্ত স্মৃতি সংসদ, খেলার জগৎ ফুটবল একাডেমি ২–০ নানশ্রী আলমদী পাড়া ক্লাব।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার এবং লীগ কমিটির সদস্য সচিব আল–আমিন জানান, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং সাবেক খেলোয়াড়দের সার্বিক সহযোগিতায় প্রায় একযুগ পর ভলিবল লীগের এই আয়োজন। ভবিষ্যতে এই লীগ অব্যাহত থাকলে জেলা থেকে ভালোমানের খেলোয়াড় উঠে আসবে।
আগামী ১৬ এবং ১৮ মার্চ গ্রুপ পর্বের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া ২০ মার্চ কোয়ার্টার ফাইনাল, ২২ মার্চ সেমিফাইনাল এবং ২৪ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।