ঢাকাবুধবার , ১৬ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নাটক ‘বরইতলা ট্র্যাজেডি’ মঞ্চস্থ

প্রতিবেদক
-
মার্চ ১৬, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে সংঘটিত হয়েছে গণহত্যা। রাজাকার-আলবদরদের সহায়তায় বর্বর পাকিস্তানি বাহিনী নির্বিচারে চালায় গণহত্যা। এরই স্মৃতিচিহ্ন কিশোরগঞ্জের বরইতলা।

১৯৭১ সালের ১৩ অক্টোবর কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াইল ও যশোদল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বরইতলায় ৩৬৫ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করা হয়। স্বাধীনতার পর এখানে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ।

বরইতলা গণহত্যা নিয়ে আকতারুজ্জান রচিত ও নির্দেশিত ‘বরইতলা ট্র্যাজেডি’ নাটকটি মঞ্চস্থ হয় মঙ্গলবার রাতে। বরইতলা স্মৃতিসৌধের কাছে পরিত্যক্ত জমিতে নাটকটি মঞ্চস্থ হয়। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে এই নাটকের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার।

আয়োজকরা জানান, দেশের ৬৪ জেলায় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত গণহত্যার বধ্যভূমিতে ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ শীর্ষক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বরইতলা ট্র্যাজেডি নাটকটি মঞ্চস্থ হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নাটকটি উপভোগ করেন।

নাটক শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধভিত্তিক লেখক, গবেষক ও ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সাবেক সিভিল সার্জন ডা. দীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা বাশির উদ্দিন ফারুকী, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন ও কর্শা কড়িয়াইল ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন।

তারা নাটকটির ভূয়সী প্রশংসা করে বলেন, নাটকটিতে যেমন তখনকার সময়ের ঘটনাবলী সুচারুরূপে তুলে ধরা হয়েছে, তেমনি অভিনয় শিল্পীরাও গণহত্যার দৃশ্যপট তাদের অভিনয়ের মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। শিল্পকলা একাডেমির এ প্রয়াস সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

আপনার মন্তব্য করুন