নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, কৃষি আমাদের নির্ভরযোগ্য শিল্প, এটাকে বাঁচিয়ে রাখা সকলেরই দায়িত্ব।
তিনি আজ মঙ্গলবার কিশোরগঞ্জের একটি বেসরকারি পার্কে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) কিশোরগঞ্জ জেলা ইউনিটের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, কিছুদিন আগেও ধানের ন্যায্য দাম না পাওয়া এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কৃষক ধান উৎপাদনে নিরুৎসাহিত ছিল। এ অবস্থায় বিকল্প ফসল উৎপাদনের কথা বললে অনেকেই আমাকে টিপ্পনি কেটেছেন। অথচ এখন কৃষক বিকল্প চাষের দিকেই ঝুঁকছেন। হাওরে এখন ধান ছাড়াও ভুট্টা, সরিষা, বাদাম, নানা রকম শাক সবজিসহ অনেক কিছুই উৎপাদন হচ্ছে। বিকল্প হিসেবে যেগুলো চাষ করা হচ্ছে, সেগুলোর বীজ ও সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য কৃষি বিভাগের প্রতি তিনি আহ্বান জানান।
রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছেন। তার যুগান্তকারী নানা পদক্ষেপের ফলে করোনা মহামারীর সময়েও কৃষি উৎপাদন ব্যাহত হয়নি, দেশে খাদ্য ঘাটতি হয়নি।
সার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সার চাইতে গিয়ে কৃষক গুলি খেয়ে মরেছে। আর এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সার কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।
হাওর বা উজানে সার নিয়ে যেন কোন ধরণের সমস্যা না হয়, সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কিশোরগঞ্জ জেলা বিএফএর সভাপতি তারিক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. সাইফুল আলম, পাবলিক প্রসিকিউটর এডভোকেট শাহ আজিজুল হক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ. বি ছিদ্দিক।
সভার দ্বিতীয় অধিবেশনে ডিলারদের সর্বসম্মতিতে তারিক আহমেদকে সভাপতি ও আব্দুল হেকিমকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।