নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা। আজ বুধবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১২ টার দিকে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক জামাল উদ্দিন আহম্মদ, সিনিয়র শিক্ষক আবুল হাসেম প্রমুখ।
বক্তারা মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, আসন্ন ঈদের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালু এবং পেনশন প্রথা চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদান এবং শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানান।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।