নিজস্ব প্রতিবেদক: “বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” এ স্লোগানে কিশোরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব যক্ষা দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ডেমিয়েন ফাউন্ডেশন ও নাটাবের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
সকালে শোভাযাত্রাটি কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন।
সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. জহির আহমেদ তালুকদার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল করিম, ডা. অভিজিৎ পণ্ডিত, ডেমিয়েন ফাউন্ডেশনের কর্মকর্তা ডা. তন্ময় দত্ত, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ।
সভায় আলোচকরা বলেন, বিগত ২০০০ সনের পর থেকে ৬ কোটি মানুষকে যক্ষ্মা থেকে বাঁচানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূলে কাজ করা হচ্ছে।
তারা আরও বলেন, যক্ষ্মা একটি নিরব ঘাতক। প্রতি লাখে ২০১ জন যক্ষ্মা রোগী পাওয়া যায়। নিরব একজন রোগী ১০ জনের মাঝে এর রোগ ছড়াতে পারে। তাই সঠিক চিকিৎসা ও সচেতনতাই পারে এ থেকে বাঁচাতে।
কর্মসূচিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সংবাদিকসহ বিভিন্ন শেণি পেশার মানুষ অংশ নেন।