ঢাকাবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের সাত ইউনিয়নে ৯ মাসে ১২২ বাল্যবিয়ে

প্রতিবেদক
-
মার্চ ২৪, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের সাতটি ইউনিয়নে গত ৯ মাসে ১২২টি বাল্যবিয়ে সংঘটিত হয়েছে। একই সময়ে ১৫৭টি বাল্যবিয়ে বন্ধ করা গেছে।

এর মাঝে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ১৪টি, আর বন্ধ করা হয়েছে ২৮টি। মারিয়া ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ১৪টি, বন্ধ করা হয়েছে ১০টি। বিন্নাটি ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ৩২টি, বন্ধ করা হয়েছে ১৭টি। পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ১৩টি, বন্ধ করা হয়েছে ২২টি। চণ্ডিপাশা ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ৯টি, বন্ধ করা হয়েছে ২২টি।  হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ৯টি, বন্ধ করা হয়েছে ২৬টি এবং পুমদী ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ৩১টি, বন্ধ করা হয়েছে ৩২টি।

আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা সদরস্থ পপি পার্ট মিলনায়তনে আয়োজিত এক মত বিনিময় সভায় বেসরকারি সংস্থা পপি এ তথ্য জানায়।

বাল্যবিয়ের কারণ হিসেবে জানানো হয়, করোনার কারণে মেয়েরা দীর্ঘদিন স্কুলের বাইরে ছিল। এ সময়ে অনেক মেয়ে প্রেমের সম্পর্কে গড়ায়। এতে অনেক অভিভাবক উদ্বিগ্ন হয়ে শিশু কন্যাদের বিয়ে দিয়েছেন। এছাড়া পারিবারিক আয় কমে যাওয়া, বিশেষত দরিদ্রতার কারণে পারিবারিক খরচ কমানোর উদ্দেশ্যে কন্যাশিশুদের বিয়ে দিতে অভিভাবকরা উৎসাহিত হয়েছেন। করোনার সময়ে এনজিও এবং প্রশাসন ততটা নজর দিতে না পারায় অনানুষ্ঠানিক বিয়ে হয়েছে উল্লেখ করে বলা হয়, এতে খাবারের আয়োজন ছিলনা, যৌতুক কম দিতে হয়েছে। অভিভাবকরা এ সময়টাকে বাল্যবিয়ে প্রদানের উপযুক্ত সময় মনে করেছেন। অসাধু কাজী বয়সের সনদ যাচাই না করে শুধু হলফনামা দেখে বাল্যবিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বলে মতবিনিময় সভায় উল্লেখ করা হয়।

বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে পপির কর্মীদেরকে লাঞ্ছিত হতে হয়েছে বলেও সভায় জানানো হয়।

এ থেকে পরিত্রাণ পেতে ইসলামিক ফাউন্ডেশনকে সম্পৃক্ত করা, ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে মনিটরিং ও কাউন্সিলিং করা, সচেতনতামূলক কর্মসূচিতে নারী ও কন্যা শিশুদের সংযুক্তি বৃদ্ধি করা, স্কুল ও কলেজ পর্যায়ে বাল্যবিয়ে ও নারী নির্যাতন রোধে কমিটি করা, স্কাউটকে বাল্যবিয়ে রোধে সম্পৃক্ত করা এবং হাইকোর্টর নির্দেশনা মোতাবেক কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন ও কার্যকর করা।

সভায় তথ্য উপস্থাপন করেন পপির জেলা সমন্বয়কারী ফরিদুল আলম। এ সময় পপি একাত্ম প্রকল্পের প্রজেক্ট অফিসার সালমা পারভিন, ফাইজুন্নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন