নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: “বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে ধারণ করে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
ডেমিয়েন ফাউন্ডেশন, নাটাবসহ বিভিন্ন সহযোগী সংস্থার সহযোগিতায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আজ বৃহস্পতিবার এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আকাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মো. মঞ্জুরুল হক জুয়েল, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. লায়লা কামরুজ্জাহান পান্না প্রমুখ।
অনুষ্ঠানে নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, এমটি ইপিআই, টিএলসিএ আতিকুর রহমান মানিক, তুলি বেগমসহ অন্যান্য কর্মকর্তা কমর্চারীরা অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য করুন