ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগ ২০২০ এর শিরোপা জিতেছে স্টারলিট স্পোর্টিং ক্লাব। আজ বৃহস্পতিবার বিকালে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলায় উৎসাহ ক্রীড়া চক্রকে ২–০ সেটে হারিয়েছে তারা।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং কিশোরগঞ্জ পৌরসভার সহযোগিতায় আয়োজন করা হয় কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগ ২০২০। এই লীগ ২০২০ সালে পরিকল্পনা করা হলেও বাছাই পর্ব সম্পন্ন হয় ২০২১ সালে মার্চ মাসে। করোনার কারণে দীর্ঘ বিরতির পর ১৬ টি দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা শুরু হয় চলতি মাসের ১৫ মার্চ। চারটি গ্রুপে লীগ পদ্ধতিতে খেলার পর শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেয় স্টারলিট স্পোর্টিং ক্লাব এবং উৎসাহ ক্রীড়া চক্র। প্রথম সেট ২৫–১১ এবং দ্বিতীয় সেটে ২৫–১৩ পয়েন্টে হারিয়ে সহজেই শিরোপা নিশ্চিত করে স্টারলিট স্পোর্টিং ক্লাব।
ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ট্রেজারার অসিম সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।