হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্ল্যাহ আল শামীম, এমওডিসি ডা. দেবাঞ্জন পণ্ডিত প্রমুখ।
আপনার মন্তব্য করুন