মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে গাঁজা সেবনের দায়ে রাসেল শিকদার রুপসেল (২৭) নামে এক ছাত্রদল নেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে তাকে সাজা দেওয়া হয়।
রুপসেল মিঠামইন সদর ইউনিয়নের খুলিয়াপাড়া গ্রামের হবি মিয়ার ছেলে এবং কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মিঠামইন ফেরিঘাট এলাকায় মাদক সেবনরত অবস্থায় রুপসেলকে আটক করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযুক্ত রুপসেল গাঁজা সেবনের বিষয়টি অস্বীকার করে বলেন, একজনের সাথে ঝগড়াকে কেন্দ্র করে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। তার কাছে কোন ধরণের মাদক দ্রব্য পায়নি বলে তিনি দাবি করেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন এ প্রসঙ্গে বলেন, ঘটনা সত্য হলে উর্ধতন নেতাদের সাথে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।