হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদের অস্থায়ী স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হোসেনপুর থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, হোসেনপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, হোসেনপুর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। পরে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম।
এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।