নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের ভাটিপাড়া গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান (৭৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বিকালে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কিশোরগঞ্জ সার্কিট হাউজ সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি । তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে সন্ধ্যা ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, ৩ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পর দুপুর আড়াইটায় স্থানীয় উদলা বাজার মাঠে নামাজে জানাজা শেষে নিজ গ্রাম ভাটিপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।