নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার দুপুরে সরকারি চণ্ডিপাশা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দিন আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ২৪৮ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে সংবর্ধনা এবং উপহারসামগ্রী প্রদান করা হয়।