নান্দাইল ( ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে নিজ ঘরে ঘুমিয়ে থাকা মাফুজুর রহমান সাজিদ (১৪) নামে এক স্কুলছাত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। তার বাবা নাম মৃত সাহাব উদ্দিন।
রবিবার সকালে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করতো মাফুজুর রহমান সাজিদ। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই রবিউল আউয়াল শুভ তাদের মাকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সাজিদ শনিবার রাতে খাবার খেয়ে নিজেদের বসত ঘরে একা ঘুমিয়েছিল। রবিবার সকালে ঘুম থেকে না উঠায় চাচাতো বোন সাবিনা আক্তার তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা খোলা ও সাজিদের রক্তাক্ত দেহ লেপ দিয়ে মোড়ানো। এ দৃশ্য দেখে সাবিনা চিৎকার শুরু করলে লোকজন এসে জড়ো হয়।
নিহত স্কুল ছাত্রের চাচাতো ভাই নূরুজ্জামান মিন্টু জানান, ঘটনার রাতে আমার চাচি ও অপর চাচাতো ভাই বাড়িতে ছিল না। ঘাতকরা পরিকল্পিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।