নিউজ একুশে ডেস্ক: একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাত ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কড়ইকান্দি এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের বিষয়টি জানতে পারে র্যাব। এ খবরের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে নায়েব আলী (৩৮) নামে একজনকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও নগদ তিনহাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন