করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সিন্ধা গ্রামে লালতীর হাইব্রিড মরিচের জাত ‘মরিচ সুপার’ এর বাম্পার ফলনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিন্ধা গ্রামে মো. গিয়াসউদ্দিন মেম্বারের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালতীর সীড লিমিটেড এর ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী অন্য জাতের তুলানায় মরিচ সুপার চাষে অধিক মুনাফার বিষয়টি তুলে ধরেন। সরেজমিনে মরিচ সুপারের মাঠ পরিদর্শন করে অন্য জাতের তুলনায় গাছভর্তি অধিক ফলন দেখা গেছে বলেও জানান তিনি।
মরিচ সুপারের চাষী সাজন মিয়া ও স্হানীয় কৃষকরা বলেন, মরিচের রঙ, আকার, ঝাল ও সতেজতার জন্য মরিচ সুপারের বাজার চাহিদা বেশি এবং অধিক ফলন হওয়াতে লালতীরের মরিচ সুপার চাষে তারা লাভবান। এসব কারণে অনেক কৃষক লালতীর মরিচ সুপার চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।
কৃষক সাজন মিয়া জানান, তিনি ৩০ শতাংশ জমিতে লালতীর মরিচ সুপার চাষে খরচ করেছেন ১৫ হাজার টাকা। এখন পর্যন্ত তিনি ৮০ হাজার টাকার মরিচ বিক্রি করেছেন। এছাড়া আরও ৫০ হাজার টাকার মরিচ বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি।
কর্মকর্তারা জানান, এই জাতটি রোগবালাই প্রতিরোধী। সেজন্য রোগবালাই কম ও অন্য জাতের তুলনায় দ্বিগুণ ফলন হয়। আকার, রং, ঝাল ও দীর্ঘ সতেজতা হওয়াতে বাজারে বেশি চাহিদা রয়েছে।
রিজিওনাল ম্যানেজার মো. ওমর ফারুকের সঞ্চালনায় মাঠ দিবসে টেরিটোরি ম্যানেজার ওয়াহেদ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্হানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।