নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল সাব–রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে নান্দাইল সাব–রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আজহারুল ইসলাম খান সিদ্দিক।
শপথ গ্রহণ করেছেন সভাপতি পদে মো. মোজাম্মেল হোসেন খান, সহ–সভাপতি মো. আবুল হাসেম ও মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সহ– সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম ও মো. আব্দুল বারী খান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল সালাম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক তাপস কুমার দে, প্রচার সম্পাদক মো. হারুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাহিত্য সম্পাদক মো. হুমায়ুন কবির ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ সরকার, অর্থ সম্পাদক মো. হাবিবুজ্জামান, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য আহম্মদ হোসেন ও মোছা. লাভলী আক্তার।
অনুষ্ঠানে নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সরাফ উদ্দিন ভূইয়া, জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সারোয়ার হাসান জিটু, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু, তাসলিমা আক্তার শিউলী, পৌরসভার প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ বক্তব্য রাখেন।