নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের বসতঘর ও গোয়ালঘরসহ ১টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে গৃহস্থের আরো ৪ গরু।
সোমবার রাত ১ টার দিকে চর বেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন্দ গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
গোয়াল ঘরে দেওয়া মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মো. আব্দুল লতিফ (৬৫) ও শাফিজুল (৩০)।
আব্দুল লতিফ জানান, গভীর রাতে ঘুম থেকে উঠে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তিনি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘর ও বসতঘরসহ ১টি গরু পুড়ে ছাই হয়ে গেছে।মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে আরো ৪ গরু। আগুনে ধান, চাল, নগদ টাকাসহ যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আলী জানান, আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ। আগুন লাগার পর নান্দাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।