ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। শোভাযাত্রা, আলোচনা সভা এবং গ্রামীণ খেলাধুলার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া অফিস।
“সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলার খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা উপস্থিত হন। পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে শোভাযাত্রায় অংশ নেয়া বালক, বালিকা এবং কর্মকর্তাদের নিয়ে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সাইফুল হক মোল্লা দুলু, জেলা ক্রীড়া অফিসার আল–আমিন এবং জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক ও কর্মকর্তাসহ রেফরিজ এবং আম্পায়ার এ্যাসোসিয়েশনের সদস্যরা।
অনুষ্ঠানে জেলার ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, এ্যাথলেটিক্স, ভারোত্তোলনসহ বিভিন্ন খেলার বালক এবং বালিকারা অংশ নেন।