নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবার ঈদজামাত অনুষ্ঠিত হবে। এবারের ১৯৫ তম ঈদুল ফিতরের জামাত আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বিবেচনায় মাস্ক পরে ও জায়নামাজ নিয়ে আসতে পারবেন মুসল্লিরা। তবে মোবাইল ফোন সাথে নেওয়া যাবে না।
করোনা মহামারীর কারণে গত টানা দুইবার মত ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়নি শোলাকিয়ায়।
দেশের বড় ও প্রাচীন ঈদগাহ শোলাকিয়ার প্রতি মুসল্লিদের রয়েছে বাড়তি আকর্ষণ। এ আকর্ষনেই দূর দূরান্ত থেকে ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা ছুটে আসেন শোলাকিয়ায়। এমনকি দেশের বাইরে থেকেও মুসল্লিদের সমাগম হয় এখানে।
উল্লেখ্য, ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় সাত একর আয়তনের এ ঈদগাহে ঈদের জামাতে লক্ষ লক্ষ মুসল্লির জমায়েত হয়।