নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি এলাকা থেকে ৩৫৫০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেটসহ জালাল (৬২) নামে একজনকে গ্রেফতার করেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযানটি চালানো হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম/কক্সবাজার এলাকা থেকে ইয়াবা এনে ময়মনসিংহ ও কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে বিক্রি করে আসছে। গোয়েন্দা নজরদারী চালিয়ে এ তথ্যের সত্যতাও পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে আঠারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জালালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫৫০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করে র্যাব। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়ারী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার জালালকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করছেন।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।