করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ১ নং কাদির জঙ্গল ইউনিয়নের খিরারচর গ্রামের প্রবীণ শিক্ষক মোবারক হোসেন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি ক্যান্সারে ভোগছিলেন বলে জানা গেছে। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
শুক্রবার জুমার নামাজের পর হাত্রাপাড়া আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মোবারক হোসেন করিমগঞ্জ উপজেলার সাঁতারপুর, চং নোয়াগাঁও ও হাত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
আপনার মন্তব্য করুন